অস্ট্রেলিয়ার সরকার উপকূলবর্তী মানুষদের চোরাচলানের বিরুদ্ধে লড়াই করতে এবং অস্ট্রেলিয়ার সীমানা রক্ষার জন্য এযাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশী কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করতে যাচ্ছেন।
অপারেশন সোভেরিন বর্ডারস (ও এস বি) (Operation Sovereign Borders (OSB)) হচ্ছে, নৌকাগুলো আসা থামানোর জন্য, সমুদ্রের মাঝে অপরাধীদের ঝুঁকির হাত থেকে মানুষদের জীবন বাঁচাতে, এবং অস্ট্রেলিয়ার অভিবাসী কার্যক্রমের অখন্ডতা বজায় রাখতে মিলিটারী-চালিত একটি সীমানা প্রতিরক্ষামূলক উদ্যোগ।
আশ্রয়-সন্ধানী যাঁরা কোনো ভিসা ছাড়া নৌকাতে করে আসেন, তাঁরা অস্ট্রেলিয়াতে স্থায়ী হতে পারবেন না। এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য; পরিবারবর্গ, শিশুরা, সঙ্গীহীন শিশুরা, শিক্ষিত, দক্ষতা-সম্পন্ন ব্যক্তিগণ। এর কোনো ব্যাতক্রম হবে না।
অস্ট্রেলিয়া এর সীমানা প্রতিরক্ষার ব্যাপারে খুবই কঠোর এবং যেকেউ অবৈধভাবে নৌকাতে আসার চেষ্টা করলে তাঁকে থামানো হবে।
ও এস বি জয়েন্ট এজেন্সি টাস্কফোর্স (OSB Joint Agency Taskforce) - টি সমুদ্র থেকে দূরবর্তী জায়গাগুলোতে বিভিন্ন পরিসরে যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে মানুষদের জানানোর চেষ্টা করছেন যে, তাঁরা যেন অস্ট্রেলিয়াতে অবৈধভাবে নৌকায় করে আসার আগে চিন্তা-ভাবনা করেন, কারণ নিয়ম-কানুন পরবর্তিত হয়ে গেছে, এবং তাঁরা যেন মানুষ- পাচারকারীদের মিথ্যায় বিশ্বাস না করেন এবং তাঁরা কোনোভাবেই অস্ট্রেলিয়াকে তাঁদের বাসভূমি বানাতে পারবেন না।